নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ১:৪৪:৫৩ অপরাহ্ন
সভাপতি: এনায়েতুর রহমান খান | সাধারণ সম্পাদক: শাহ মোবাশ্বির আলী | কোষাধ্যক্ষ: জাবেদ হোসাইন
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ প্রবাসী শিক্ষা সংগঠন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৩ জুলাই রবিবার লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি সেন্টারে আয়োজিত এই নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা এনায়েতুর রহমান খান সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট শাহ মোবাশ্বির আলী সাধারণ সম্পাদক এবং জাবেদ হোসাইন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার প্রবাসী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আরো পড়ুন ➡️ সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর সম্মাননা পেলেন গোলাপগঞ্জের দিলওয়ার
সভার প্রথম পর্বে বিদায়ী সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই গত দুই বছরের কার্যক্রম ও প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ নুরুল কাছ (রিপন) আর্থিক প্রতিবেদন পেশ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শিক্ষাবিদ মাহতাব মিয়া। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন—সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান (চুনু), আবু তাহের এমবিই, মাহবুব নুরুল ইসলামসহ যুক্তরাজ্যের নানা শহর থেকে আগত ট্রাস্টি, উপদেষ্টা ও কমিউনিটি নেতারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন—ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান (চুনু), ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের—আগামী দুই বছরের জন্য ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন নেতৃত্ব সংগঠনের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, নবীগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ICT ট্রেনিং সেন্টার আধুনিকায়ন, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণে একযোগে কাজ করবে নতুন কমিটি।
উল্লেখযোগ্যভাবে, ট্রাস্ট ইতোমধ্যেই নবীগঞ্জে ১১ শতক জমিতে চারতলা ফাউন্ডেশনের দুইতলা বিশিষ্ট নিজস্ব ভবন নির্মাণ করেছে, যা প্রবাসীদের অনুদান ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল।
অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী নেতৃবৃন্দ সকল ট্রাস্টি, শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।



