সিলেট: ঘিলাছড়ার মানুষের একতা ও আগ্রহ দেখে আমি অভিভূত: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১:২৮:২২ অপরাহ্ন
সংবাদদাতা: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, খেলাধুলার প্রতি ঘিলাছড়ার মানুষের একতা ও আগ্রহ দেখে আমি অভিভূত। আজকের এই ফাইনাল খেলায় পরিচালনা কমিটি ও খেলোয়াড়বৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলা উপহার দিয়েছেন। আজকের এই খেলার মধ্য দিয়ে ঘিলাছড়ার মান-সম্মান বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, দল-মতের উর্ধ্বে উঠে আগে নিজ এলাকার উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। আমি আশা করি আজকের আয়োজক কমিটি প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করবেন। যদি তারা আয়োজন করেন তাহলে আমি পৃষ্টপোষকতা অব্যাহত রাখবো।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, বিশিষ্ট সমাজসেবী আহসান হাবিব, রুহুল আমিন হামজা, ঘিলাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমদ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনু মিয়া, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফিকুল হক, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জুনাকী কর্মকার, রেহানা বেগম, সমাজসেবী কামিল আহমদ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




