মিশিগানে দেশী সামার জ্যাম মেলা আগামী ১৯ ও ২০ জুলাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ২:৪৭:৩০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে মিশিগানে বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশনের জমকালো আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দেশী সামার জ্যাম মেলা আগামী ১৯ ও ২০ জুলাই ওয়ারেন সিটির সিটি স্কয়ারে।
মেলায় দেশি বিদেশি জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন জানিয়েছেন আয়োজকেরা এরমধ্যে রয়েছেন শুভ্র দেব, বিন্দু কণা, দিনাত জাহান মুন্নী, ইকি গা (ইকবাল), ডি বয় হিমেল, রাভ ইন্ডার, জান মার্টিজেন, কে ভি সিং, এবং ভারত, পাঞ্জাব, মেক্সিকো সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন। এছাড়াও আরো থাকবে ডান্স, ফ্যাশন শো, রাফেল ড্র সহ নানা আয়োজন সেই সাথে থাকবে বাহারী খাবার, কাপড়, জুয়েলারী, মৃৎশিল্প সহ নানা ধরনের স্টল।
আরো পড়ুন ➡️ মিশিগানে ১০ বছর বয়সে কুরআনে হাফেজ হলেন রায়হান
বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন’ মিশিগানের অন্যতম প্রধান দুই উদ্যোক্তা ও কর্ণধার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গায়ক ইকবাল হোসেইন এবং হিমেল হোসেইন জানান প্রায় দেড় লক্ষ ডলার বাজেটের এই মেলাটি ওয়ারেন সিটির সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে। মেলাকে সাফল্যমন্ডিত করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা ও স্পন্সর করছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ আমরা আশাবাদী আপনাদেরকে সুন্দর এবং সফল একটি মেলা উপহার দিতে পারবো, এখান থেকে বিদেশের মাটিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার খাবার পোষাক সহ নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।


