পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ১০:১৪:১৬ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) প্রতি মানবিক সহায়তায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও কানাডা এবং বাংলাদেশের সরকারের চলমান সংস্কারমূলক পদক্ষেপের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এসব আশ্বাস দেন চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ওয়াং ই বাংলাদেশের সরকারের চলমান সংস্কারমূলক পদক্ষেপের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং মেডিকেল ট্যুরিজম, পানি ব্যবস্থাপনা সহ অগ্রাধিকারের বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত চীন বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে তিনি টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকটের তাৎক্ষণিক সমাধানে চীনের কার্যকর ভূমিকার অনুরোধ জানান। এ ছাড়া জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশের পক্ষে চীনের সমর্থন কামনা করেন।
পরে বিকেলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠকে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, বিশেষ করে বাণিজ্য বহুমুখীকরণ ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডার অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল অনুষ্ঠেয় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।


