দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ১০:০২:২৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য সফররত দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, আল আরাফাহ ইসলামি ব্যাংক পি,এল,সি’র ম্যানেজার, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ইউনিভার্সেল আইডিয়াল কলেজের দাতা সদস্য মো: আখলাকুল মৌলার (বাহার) সাথে গত ২৪ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জ রেস্টুরেন্টে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন শাহজাহান শিকদার। সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তোয়াহিদুর রহমান টিপু।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পীকার খালিছ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ, সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, আব্দুল মতিন, কাজী বাবর উদ্দিন আহমদ, সিদ্দিকুর রহমান জয়নাল, হোসেইন আহমদ, সহ সাধারণ সম্পাদক সেবুল ইসলাম, নিজাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সালেহ আহমদ, ক্রীড়া সম্পাদক শিবলী আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আজাদ, সদস্য হাফিজ জিলু খান প্রমুখ।



