শেখ ফারুক আহমদ বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের সিভিক এওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ২:৩২:২৮ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশিষ্ট কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী শেখ ফারুক আহমদ বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের পক্ষ থেকে সিভিক এওয়ার্ড পাওয়ায়, তাঁর সম্মানে সোমবার ২৩ জুন সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের বারাকা রেস্টুরেন্ট হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইন্টারন্যাশনেল এসোসিয়েশন (বিআইএ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডা. গিয়াসউদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু আহসান রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআই-এর কোষাধ্যক্ষ আনসার আলী, আবু সুফিয়ান চৌধুরী, সাজ্জাদ খান, অধ্যাপক ওমর ফারুক, এডভোকেট সফিক উদ্দিন আহমদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার জুনেদ, ফারুক মিয়া, সামসুল আলম, সৈয়দ জিল্লুল হক, নূর উদ্দিন, মোঃ দারা দিয়া, আব্দুল করিম, সৈয়দ শহিদুল ইসলাম, ব্যারিস্টার মোঃ ইলিয়াস আখতার, শাহ ফটিক, মোঃ সোলায়মান, আব্দুল মুহিত, এম এ রব, মতিউর রহমান, সুফি সুহেল ও আব্দুল মালিক কুটি প্রমুখ।
বক্তারা সংবর্ধিত অতিথির বর্ণাঢ্য জীবনের নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, প্রকাশনা, ও সমাজসেবামূলক উন্নয়নে তাঁর বিশাল ভূমিকা সত্যি প্রশংসা পাবার যোগ্য।
কর্মময় জীবনে অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে তিনি সমাজের নানা কর্মকাণ্ডে অনেক অবদান রেখেছেন। সংবর্ধিত অতিথিকে একটি ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেয়া হয়। পরে আপ্যায়নের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।



