বাহরাইনে ৩৫০ প্রবাসী পেলেন মোবাইল কনস্যুলার সেবা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ২:৪৭:২৪ অপরাহ্ন
প্রায়
সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, বাহরাইন: বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন ২০ জুন শুক্রবার বাহরাইনের পূর্বাঞ্চল হীদ এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।
এ ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে দূতাবাস টীম ছাড়াও বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার এনডিসি কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশী অতিথি এবং বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাস কর্তৃক এ ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সকল প্রতিনিধিদেরকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান, এবং বাংলাদেশীদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদানের জন্য দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মকর্তাগণ উক্ত সেমিনার ও কনস্যুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান একে এম মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব (পাসপোর্ট/ভিসা) ইলিয়াসুর রহমান, তৃতীয় সচিব মামুনুর রশীদ, সহ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস দিনব্যাপী মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে বাহরাইনের হীদ, গালালি, আরাদ এবং আশেপাশের এলাকার প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উক্ত সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ ধরনের প্রবাস বান্ধব কনসুল্যার সেবা বাহরাইনের বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানান দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান।


