আরেক পারমাণবিক শক্তিধর দেশ অবস্থান স্পষ্ট করলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৮:২৫:২৫ অপরাহ্ন
![]()
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে নিজেদের স্পষ্ট অবস্থান জানাল পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান।
আজ বুধবার (১৮ জুন) ফেডারেল কেবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রকাশ্য আগ্রাসন অত্যন্ত নিন্দনীয়। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
একই দিনে সিনেট অধিবেশনে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ইরান-ইসরায়েল সংঘাতের শান্তিপূর্ণ সমাধান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। পাকিস্তান সবসময় শান্তির পক্ষে ছিল এবং থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া পাকিস্তান ইরানের প্রতি সংহতি জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সামরিক আগ্রাসন থামাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা হ্রাসে মুসলিম দেশগুলো, জাতিসংঘ এবং ওআইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।




