বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার আহবায়ক কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ২:৪৬:৫২ অপরাহ্ন
আহবায়ক: আহমাদুল কবির দৈনিক যুগান্তর ও অনুপম নিউজ। সদস্য সচিব: মো: আরিফুল ইসলাম দৈনিক মানবজমিনে। সদস্য: মোহাম্মদ আলী দৈনিক কালের কণ্ঠ ও ডিবিসি নিউজ।
মালয়েশিয়া প্রতিনিধি: বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন এবং বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান এর উপস্থিতিতে ৮ জুন ঈদ পরবর্তী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের এক সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির।
এর আগে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কয়েক দফা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় কমিউনিটির শ্রমজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিবিদ এবং এলিটদের মতামত নেওয়া হয়। উক্ত মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার প্রস্তাবনা আসে।
অয়ন আমানের প্রস্তাবনায় সকল সদস্য বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের পক্ষে মত দিলে উক্ত সভায় বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক উক্ত কমিটি আগামী সেপ্টেম্বর ২০২৫ (০৩ মাস) এর মধ্যে সাধারণ সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দৈনিক যুগান্তর ও অনুপম নিউজের মালয়েশিয়া প্রতিনিধি, আহমাদুল কবিরকে আহবায়ক ও দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি, মো: আরিফুল ইসলামকে সদস্য সচিব ও দৈনিক কালের কণ্ঠ ও ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি, মোহাম্মদ আলীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি বশির আহমেদ ফারুক, ইমরান হাসান ও সুমন সহ কমিউনিটির শ্রমজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিবিদ ও এলিটদের বৃহৎ একটি অংশ।
উপস্থিতরা বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার নবগঠিত আহবায়ক কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।


