চার দিনব্যাপী লন্ডনে বিক্ষোভ করায় যুক্তরাজ্য আওয়ামী লীগের কৃতজ্ঞতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৮:৪১:৩১ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক বিবৃতিতে জানিয়েছেন—
“অবৈধ দখলদার ইউনুসের লন্ডন সফরকে ঘিরে, টানা চার দিনব্যাপী বিক্ষোভ সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, আমাদের সকল শাখা সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনও শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসি সকলের প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।”
তিনি বলেন, “আপনাদের সকলের উপস্থিতিতে প্রত্যেকটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিরোধ আন্দোলন সফল হয়েছে। দেশ রক্ষার এই আন্দোলনে আপনাদের অবদান বাংলাদেশের আপামর জনসাধা্রনকে অনুপ্রাণিত করেছে। সারা দুনিয়ার লক্ষ, কোটি বাংগালী আমাদের এই আন্দোলন দেখে দখলদার ইউনুসের পতনকে আরো তরান্বিত করবে। সবশেষে আমাদের সকল নেতাকর্মীদের প্রতি অনিশে:ষ ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন।”



