ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক শেষ হলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৪:২৯:৫৫ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা যায়। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল।
বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দুই নেতার এ সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপড়েনের মধ্যে এই বৈঠক এক রকম ‘টক অব দ্য টাউন’ হিসেবে পরিণত হয়।
বৈঠকের শুরুতে ড. ইউনূস ও তারেক রহমানের যে কথা হলো
বৈঠক শুরুর আগে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়ের একটি ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
কুশল বিনিময়ের সময় প্রধান উপদেষ্টার কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। তিনি বলেন, ‘আম্মা (খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’
ওই ভিডিওতে দেখা গেছে, তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেলকক্ষে নিয়ে যান। কক্ষের দরজায় এগিয়ে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরপর প্রধান উপদেষ্টাকে সালাম দিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কক্ষে প্রবেশ করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার সঙ্গে আসা অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এ সময় দুজন করমর্দন করেন এবং ছবি তোলেন।
প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে।
আপনার শরীর কেমন? উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়।
এ সময় তারেক রহমান বলেন,আম্মা (বেগম খালেদা জিয়া) সালাম জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এরপর স্থানীয় আবহাওয়া নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আবহাওয়া খুব ভালো।
এখানে টানা এমন আবহাওয়া পাওয়া যায় না। তখন তারেক রহমান বলেন, দুপুর নাগাদ টেম্পারেচার একটু বাড়বে।




