দক্ষিণ সুরমা স্পোর্টস এসোসিয়েশন ইউকে: পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জে লাইভ ড্র সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৬:৪৯:২৬ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: আগামী ১৫ জুন ক্যানভী আইল্যান্ডে, দক্ষিণ সুরমা স্পোর্টস এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে বেডমিন্টন টুর্নামেন্টের খেলা উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জে লাইভ ড্র এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত নানু, আকতার হুসেন, জালাল হান্নান, নিজাম উদ্দিন, আজমল হুসেন, আবদুল সহ আরো অনেকে উপস্থিত থেকে লাইভ ড্রটি পরিচালনা করেন।
আগামী ১৫ জুন ক্যাভী আইল্যান্ডে দক্ষিণ সুরমা স্পোর্স এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে বেডমিন্টন টুর্নামেন্টের খেলাটি প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে প্রায় ৭০ থেকে ৮০টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানান। এই বেডমিন্টন টুর্নামেন্ট সাফল্যমন্ডিত করার জন্য খেলোয়ারদের স্ব স্ব পরিবারের সকল সদস্যদের নিয়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।



