উদীচী ও ন্যাশনাল হেলথ সার্ভিসের সামার হেলথ ফেয়ার সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৭:৪৩:২৪ অপরাহ্ন
ফজলুল হক লন্ডনঃ উদীচী যুক্তরাজ্যের উদ্যোগে এবং ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ড এর সহযোগিতায় দিনব্যাপী সামার হেলথ ফেয়ার এবং সাংস্কৃতিক উৎসব গত শনিবার পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রোগ্রামে ছিল স্বাস্থ্য বিষয়ক নানা ধরণের স্টল, স্বাস্থ্য বিষয়ক সেমিনার এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার, কাউন্সিলর সুলুক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাবিনা আখতার এবং Equality বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর বদরুল ইসলাম।
স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন ক্যারোলিন কুক, ডা. শারমিন, ডা. নৌশিন, অজিত আব্রাহাম এবং বশীর আহমেদ। এই পর্ব পরিচালনায় ছিলেন এনএইচএস-এর পক্ষ থেকে রিয়াদুল করিম এবং খারুদ জামান।
উদীচীর বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন উদীচীর শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, উদীচী স্কুলের ছাত্র-ছাত্রী, সরোথি আর্টস, তবলা অ্যান্ড ঢোল একাডেমি।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সৈয়দা চৌধুরী এবং নিশাত খুশবু।
উদীচীর সভাপতি গোলাম মোস্তফা, এনএইচএস-এর রিয়াদ করিম এবং স্পিকার সুলুক আহমেদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বর্ণাঢ্য স্বাস্থ্য মেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটে।
স্বাস্থ্য মেলা ও সাংস্কৃতিক উৎসবের সার্বিক তথ্যাবধানে ছিলেন উদীচীর সভাপতি গোলাম মোস্তফা।



