ফেঞ্চুগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৭:৩১:৪৫ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী আজ ২ জুন দুপুর ১২:৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘‘জনাব শওকত আলী সাহেব ছিলেন একজন সদাহাস্যজ্বল ব্যক্তিত্ব, উনার অমায়িক ব্যবহারের কারণে মানুষ উনাকে খুবই পছন্দ করতেন। ফেঞ্চুগঞ্জবাসী তাদের আরেকজন অভিভাবককে হারালো’’।
মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে।
শওকত আলী ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৫ সালের ৬ মার্চ অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।
তাঁর রাজনৈতিক জীবন দীর্ঘ এবং বহুমাত্রিক। তিনি স্থানীয় রাজনীতিতে স্বনামধন্য একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।




