ডক্টর শাহনুর খানকে সম্বর্ধনা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৪:০৪:১৬ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: বিবিসিসিআই-র ডিরেক্টর ডক্টর সাহনূর খানের ডক্টরেট ডিগ্ৰী লাভ করায় ব্রিটিশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (বিবিসিসিআই)র উদ্যোগে ডক্টর সাহনুর খানের সম্মানে মঙ্গলবার বিবিসিসিআই এর পূর্ব লন্ডনস্থ কার্যালয়ে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবিসিসিআই’র প্রেসিডেন্ট মো রফিক হায়দারের সভাপতিত্বে এবং ডিরেক্টর জেনারেল দেওয়ান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেম্বারের চার জন সাবেক প্রেসিডেন্ট এস বি ফারুক, মাহতাব চৌধুরী, বশীর আহমদ ও সাইদুর রহমান রেনু।
বক্তারা ড. শাহানুর খানের শিক্ষা, নেতৃত্ব এবং সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। তাঁর এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
আরও যারা উপস্থিত ছিলেন, তারা হলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলার আহবাব হুসেন, জাকির খান, বিবিসিসিএ-র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, মুহিব চৌধুরী, এমদাদ আহমেদ, প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ চৌধুরী, আহমেদ হাসান, তোফোজুল মিয়া বিবিসিএ প্রেসিডেন্ট, দেলওয়ার হোসেন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক, দিলওয়ার হুসেন, তারাউল ইসলাম, শহিদুর রহমান, আহমেদ হোসেন, এমডি শহিদুল হক, সুলাইমান আহমেদ, সুলতান বাবর, এম এ মাজনু এবং এম রহমান রুহুল সহ আরও অনেকে।



