টাওয়ার হ্যামলেটস: পার্কগুলোর উন্নয়নে আরও ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের আশ্বাস দিলেন নির্বাহী মেয়র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৮:০৭:০৮ অপরাহ্ন
লন্ডন অফিস: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার শেডওয়েলের গোসলিং গার্ডেন্স, মাইলএন্ডের ব্রিকফিল্ড গার্ডেন্স এবং হোয়াইটচ্যাপ এলাকার ভ্যালান্স গার্ডেন্সে প্রায় ৪শ হাজার পাউন্ড বিনিয়োগ করে শিশুদের খেলাধুলার এলাকা নিরাপদ ও উন্নতি করার পাশাপাশি আউটডোর জিম অর্থাৎ খোলামেলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করার উন্নত সরঞ্জামাদি স্থাপন করেছে।
শুক্রবার মাইলএন্ড এর ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শনে গিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান জানিয়েছেন, বারার অন্যান্য পার্কেও বিনিয়োগ করা হবে। অন্তত ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে বারার ১৫টি পার্কে শিশুদের খেলাধুলার এলাকা, ব্যায়ামের জন্যে উন্নত যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি পার্কগুলোতে ফুটবল পিচ এর মত ক্রিড়া অবকাঠামো গড়ে তোলা হবে।
মাইলএন্ডের ব্রিকফিল্ড গার্ডেন্সে শিশু-কিশোরদের জন্যে নির্ধারিত এলাকায় নতুন নিরাপত্তা গেইট বসানোর পাশাপাশি তাদের খেলাধুলার জন্যে নতুন এবং উন্নত মানের অত্যাধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে। স্থাপন করা হয়েছে খোলা জায়গায় শরীর চর্চার বিভিন্ন যন্ত্রপাতি।
শেডওয়েলের গোসলিং গার্ডেন্স এবং ভ্যালান্স গার্ডেন্সেও শিশু-কিশোরদের জন্যে অতিরিক্ত খেলাধুলার সুবিধা বৃদ্ধির পাশাপাশি বসানো হয়েছে আউটডোর জিমের যন্ত্রপাতি। অতিরিক্ত লাইটও লাগানো হয়েছে। অপরাধ তৎপরতা কমানোর লক্ষ্যে আশপাশের ঝোপ-ঝাড় পরিস্কার করে রোপন করা হয়েছে নতুন নতুন গাছ। বিভিন্ন রঙ্গে রাঙ্গিয়ে নতুন টেবিল-চেয়ার, বেঞ্চ বসিয়ে পার্ককে একটি পারিবারিক পিকনিক স্পটে রূপান্তর করা হয়েছে। তিনটি পার্কেই অতিরিক্ত নিরাপত্তার জন্যে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
৩০ মে, শুক্রবার, নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কালচার ও রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেইন ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শন করেন। এ সময় তারা পার্ক এবং পার্কে স্থাপিত খেলাধুলা ও ব্যায়াম করার যন্ত্রপাতি ব্যবহারকারীদের সঙ্গে কথা বলেন। যারা এই হাফটার্ম স্কুল ছুটির সময় পার্কে আনন্দ উপভোগ করছিল। (সাউন্ড)



