জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৬:১৯:১৯ অপরাহ্ন
আনোয়ার হোসেন মামুন, কাতার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখা।
স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) দুপুরে দোহা নাজমায় একটি রেস্তোরাঁয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রব তালুকদার।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোকারম আলী চৌধুরী সাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ খোকন, আবু তাহের মিয়াজি, জসিম উদ্দিন লস্কর, দিদারুল আলম আরজু প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনচুর উল্লাহ রাসেদ।


