সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তির প্রস্তুতি এবং পিস হোম গ্লোবালের পরিকল্পনা নিয়ে সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ১:৫৯:২৫ অপরাহ্ন
লন্ডন অফিস: সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তির অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান হয়েছে। উল্লেখ্য, রেডিও ও টিভির সকল পাট্রনদের সহযোগিতায়, Peace Home ( GLOBAL) দুস্থ মানুষের সেবা, খাদ্য, বস্ত্র, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দিতে আরও সচেষ্ট হয়ে আগামীতে কাজ করার পরিকল্পনা নিয়ে বৃটেনের বাঙালি কমিউনিটির সমাজদরদিদের নিয়ে কাজ করার পরিকল্পনা করবে।
তাই রেডিও ও টিভির চীফ পাট্রন বিবিসিসিআই-র সাবেক প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু জেপির সভাপতিত্বে ও রেডিও টিভির ফাউন্ডার মিছবাহ জামালের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কোরবানির গুরুত্ব নিয়ে আলোচনা করেন আব্দুল মুহিত চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রেডিও টিভির চীফ এডভাইজার মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি চানেল এস চীফ রিপোর্টার, মৃধা শোর উপস্থাপক রেজাউল করিম মৃধা, বিবিসিসিআই-র ডিরেক্টর ও রেডিও টিভির নব নিযুক্ত পাট্রন ডঃ শাহনুর খান, পাট্রন ও ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, রেডিও টিভি পাট্রন রেডব্রীজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট, বৃটেনে আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রসপেকটিভ এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন, কানেকটিং কমিউনিটি চেয়ারপার্সন ও রেডিও টিভি পাট্রন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, আলি সাদেক শিপু, মোহাম্মদ ওয়ারিছ আলী, রফিকুল হায়দার, ডাঃ সৈয়দ মাসুক আহমদ, মতিউর রহমান খোকন, ফারুক মিয়া, প্রফেসর মিসবাহ কামাল, আব্দুল মুকিত, এলবি২৪ টিভির নিউজ প্রেজেন্টার সৈয়দা তামান্না ইকবাল, মাহমুদ হাসান, আল সামা টোরস এর মানেজিং ডিরেক্টর শাহিদ সাদি, মাসুদ ফাহিম,মোহাম্মদ এমরান চৌধুরী প্রমুখ।
আগামি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ৩১ বছর পূর্তির অনুষ্ঠানে সকল পাট্রনদের আমন্ত্রণ জানিয়ে একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর বিভিন্ন অনুষ্ঠানের গুরুত্ব ও বাঙালি কমিউনিটিতে এই রেডিও ৩ দশকের উপরে যে ভুমিকা পালন করছে তার জন্য সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ফাউন্ডার মিছবাহ জামাল সহ সকল কলাকুশলীদের প্রশংসা করেন ও অভিনন্দন জানান। এবং ভবিষ্যৎ প্রজন্মদের এই রেডিও’র বাংলা অনুষ্ঠানে সম্পৃক্ত করে এর যোগসুএ ধরে রাখারও আহবান জানান।



