লর্ড মেয়র শিরিন আক্তারকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ১০:৪৩:৩৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে যুক্তরাজ্যের চেস্টার সিটির ‘লর্ড মেয়র’ নিযুক্ত হওয়ায় উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ হুসিয়ার আলীর ২য় কন্যা চেস্টার সিটির কাউন্সিলর শিরিন আক্তার গোটা ইংল্যান্ডে প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে ‘লর্ড মেয়র’ নিযুক্ত হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন তাতে আমরা বিশ্বনাথ উপজেলাবাসী তথা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ প্রায় ৮ শত বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির প্রথম বাঙালি মহিলা ‘লর্ড মেয়র’ নিযুক্ত হয়ে শিরিন আক্তার আজ বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বনাথী মেয়ের এমন গৌরবপূর্ণ সাফল্যে বিশ্বনাথবাসীর সাথে দেশবাসীও আনন্দে উদ্বেলিত। কাউন্সিলর শিরিন আক্তারের এই মর্যাদাপূর্ণ সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে দেশের জন্য আরও অনেক সাফল্য বয়ে নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।
নব নিযুক্ত লর্ড মেয়র কাউন্সিলর শিরিন আক্তারের আরও উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অভিনন্দন প্রদানকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, প্রতিষ্ঠাতা সদস্য তাপশ দাস পুরকায়স্থ, আ.ফ.ম সাঈদ, মুহাম্মদ ইমাদ উদ্দিন, আ.স মাখন, ডা. বদরুল ইসলাম, সফিক উদ্দিন স্বপন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, বর্তমান সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির।




