যুক্তরাজ্য সফররত মোঃ মোশারফ হোসেন খোকনকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৩:৫৯:০৮ অপরাহ্ন
ফজলুল হক লন্ডনঃ গত রবিবার লন্ডনের রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের উদ্দ্যোগে স্থানীয় অ্যাপল রিয়েল এস্টেট রেডব্রিজের নিজস্ব অফিসে যুক্তরাজ্য সফররত ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের প্রাক্তন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ মোশারফ হুসেন খোকন ঢাকা -৭ (লালবাগ) এর সম্ভাব্য সংসদীয় প্রার্থী এবং বিশিষ্ট সামাজিক কর্মী হিসাবে তার সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন এবং জোহির হুসেন গৌউস পরিচালনা করেন।
অ্যাপল রিয়েল এস্টেটের পরিচালক এবং রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফসোর হুসেন আনাম এর সার্বিক আয়োজনে পবিএ কোরান তেলাওয়াত করেন বদরুল আলম।
অনুষ্ঠানের শুরুতে রেডব্রিজের বাসিন্দাদের পক্ষ থেকে অতিথীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র দরোস উল্লাহ, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, আফসোর হুসেন এনাম, আকিকুর রহমান আকিক, বোডরুল আলম, মোহাম্মদ আকবার, মোহাম্মদ শামশার এবং আরও কয়েকজন।
অতিথিবৃন্দ মোহাম্মদ মোশারফ হোসেন খোকনকে যুক্তরাজ্যে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং দেশে চলমান কিছু সমস্যার উদ্বেগ প্রকাশ করেছেন, এবং সংসদে নির্বাচিত হলে এগুলি সমাধান করার আহ্বান জানিয়েছেন।
সংবর্ধিত অতিথি মিঃ খুকনমোহাম্মদ মোশারফ হোসেন খোকন তার সম্মানে অনুষ্ঠান আয়োজন করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন: “আপনারা আমাকে যে সম্মান আতিথেয়তা এবং শ্রদ্ধ দেখিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের মধ্যে থাকতে পেরে সত্যই কৃতজ্ঞ এবং গর্বিত। আমি আপনাদের উদ্বেগ সম্পর্কে পুরোপুরি সচেতন, এবং ইনশা আল্লাহ আমি সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবাই দোয়া করবেন যাতে আমি জাতির এবং লালবাগের লোকদের সেবা করতে পারি।



