নবগঠিত বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভা, জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ১:৩৬:২৪ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: নবগঠিত বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি ২০২৫ পরিচিতি সভা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাত ৯ টায় রাজধানী মানামায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে, মাওলানা বশির আহম্মেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়েছে। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক-আলাউদ্দিন আহমেদ।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি-আকবর হোসেন কচি, প্রধান উপদেষ্টা-সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা-খ,ম আশরাফ উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী,সহ-সভাপতি মিজানুর রহমান, আসলাম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, দেলোয়ার হোসেনসহ অনেকে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাসুদ আলম, আকবর হেসেন, লিমন আহমেদ, মিলাদুর রহমান সজিব, আহসান উল্লাহ মাসুদ, মাসুম আহমেদ পারভেছ, সোহরাব হেসেন, সফর আলী, আখতার হেসেন মোল্লাহ,সহ-বাহরাইন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় বক্তারা বলেন আগামীর দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


