ছবিতে তারেক রহমানের দেশে ফেরা, খালি পায়ে দেশের মাটি স্পর্শ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ২:২১:৩৫ অপরাহ্ন

অনুপম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানাবেন। এরপর সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন।

প্রায় দেড় যুগ পর দেশে প্রত্যাবর্তন। সতেরো বছরের প্রতিটা ক্ষণ কি প্রহর গুনছিলেন তিনি দেশে ফেরার জন্য? দেশের মাটি স্পর্শ করার জন্য? সেই অপেক্ষার প্রহর ফুরোল আজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে ঢাকায় ফিরেছেন। খালি পায়ে ছুঁয়েছেন মাতৃভূমি।

ভিআইপি লাউঞ্জে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তারেক রহমানের শাশুড়ি


লন্ডনের হিথ্রো বিমান বন্দরে।



ঢাকা বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে, পাশে শাশুড়ি, কথা বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে। বিএনপির মিডিয়া সেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিজের এবং পরিবারের সবার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন তিনি।

বিমান বন্দর থেকে লাল সবুজ রঙের বাসে চড়ে যাচ্ছেন ৩০০ ফিট এলাকায় সমাবেশ স্থলে।



