আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৪:৪৮:১৮ অপরাহ্ন
লন্ডন অফিস: সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনীর স্মরণে গত ২২ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলা পোস্ট-এর অনারারি চেয়ারম্যান শেখ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং পত্রিকার সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন পত্রিকার ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী, সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, শফিক আহমদ, বাংলা পোস্ট-এর হেড অব প্রোডাকশন সালেহ আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল কুদ্দুছ, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, এম এ রব, হাজী আবুল বাশার, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, সাংবাদিক আব্দুল ক্বাইউম, সাংবাদিক আব্দুল হান্নান, সৈয়দ রফিকুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরও পড়ুন ⤵
বক্তারা বলেন, আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংবাদপত্রসেবী, দানশীল ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবী। তিনি জীবদ্দশায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চ্যারিটেবল সংগঠনে লক্ষ লক্ষ টাকা দান করেছেন। তিনি লন্ডনের পিকাডেলি মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সিংকাপনী মাওলানা ব্রাদার্স অ্যান্ড সন্স ট্রাস্টের সভাপতি, স্কুল গভর্নর এবং কেটারিং ব্যবসার অন্যতম পথিকৃৎ ছিলেন।
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একজন প্রবাসী সংগঠক ও দাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সততা, পরোপকারিতা, ধর্মভীরুতা ও দানশীলতা ছিল তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তিনি সিংকাপনী মাওলানা পরিবারের একজন গর্বিত সন্তান ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমকে স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
শেষে মুফতি সৈয়দ মাহমুদ আলীর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
