শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে: মঈন উদ্দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫৯:৩৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেছেন, আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে নির্দিস্ট পাঠ্য পুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারে আমাদেরকে সে ব্যবস্থা করে দিতে হবে। কারণ শিক্ষা অর্জনকালের অর্জিত জ্ঞান দ্বারাই ভবিষ্যতে সকল কাজ করতে হবে শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৭ম শ্রেণীর ৪১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
আরও পড়ুন ⤵
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি মো. খালেদ উদ-দীন, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু দে, শাহজালাল মর্ডাণ একাডেমির প্রিন্সিপাল কবি-গীতিকার এইচ এম আরশ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ব্যবসায়ী নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওসমানীনগর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওলানা মাসুক আহমদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


