বিশ্বনাথে ধানের শীষের সমর্থনে ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩:৫৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে সিলেটের বিশ্বনাথে পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে পৌর শহরের নতুন বাজার টিএনটি রোডস্থ মরহুম মোজাহিদ আলীর বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
তিনি বলেন, বিএনপি উন্নয়নের দল। বিএনপি ক্ষমতায় আসলে আপনারা আবারও ফিরে পাবেন নিজের কাঙ্খিত উন্নয়ন। আর বিএনপির নেতাকর্মীরা সেই উন্নয়ন লুটপাঠ না করেই সমভাবে জনগণের মধ্যে বন্টন করে দিবেন। তাই ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে আপনাদের ভোটে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা নির্বাচিত হলে আমাদের প্রিয় নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীর মতোই উন্নয়নের জোয়ারে ফিরবে বিশ্বনাথ-ওসমানীনগর।
মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক মঈনুর রহমানের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, শাহজাহান, নানু মিয়া, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, ২নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আমির আলী, পৌর শ্রমিক দলের আহবায়ক শানুর আলী, পৌর মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির আলী, কানাডার টরোন্ট বাংলাপাড়ার ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আর আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ।
আরও পড়ুন ⤵
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হারিছ আলী ও স্বাগত বক্তব্য পৌর মহিলা দলের নেত্রী সালমা বেগম। এরপূর্বে হাজী মঈনুর রহমানকে আহবায়ক ও গোবিন্দ মালাকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিস্ট মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আলা উদ্দিন, মহিলা দল নেত্রী রোকেয়া বেগম, রাহেলা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, যুবদল নেতা বাপন পাল, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল খান, সাইজুল ইসলাম, দিলোয়ার হোসেন দিলু, নূরুল আমিন, রিয়াজ মিয়া, মিদুল, তাজেক মিয়া, জজ মিয়া প্রমুখ।


