জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নতুন কমিটির অভিষেক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫০:৪৬ অপরাহ্ন
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব গত শনিবার নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে নর্থ আমেরিকায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার-পরিজন ও স্বজনরা অংশগ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুয়ানার সভাপতি মেহেরুন নাহার মাজেদা এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। আলোচনায় বক্তব্য রাখেন জুয়ানার সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেলসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মেহেরুন নাহার মাজেদা এবং সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউল হক জিয়া আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। জুয়ানার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক দুলাল।
অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মিজান চৌধুরী, মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হোসেন, জুয়ানার সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আমিন হোসেন কামাল, বাপসনিউজের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানের এক পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। এতে জনপ্রিয় সংগীতশিল্পী রোজী আজাদ সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি মুখরোচক খাবার ও নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার মাধ্যমে উপস্থিত সবাই এক আনন্দময় সন্ধ্যা উপভোগ করেন।
শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

