ভোট পর্যন্ত নতুন প্রকল্প, অনুদান, ত্রাণ ও ফলক উন্মোচন নয়: ইসির চিঠি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯:২৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ভোট পর্যন্ত নির্বাচনি এলাকায় নতুন প্রকল্প অনুমোদন, ভিত্তিপ্রস্তর স্থাপন, ফলক উন্মোচন বা অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠানো হয়েছে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। জুলাই অভ্যত্থানে বদলে যাওয়া বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র দুই বছরের মাথায় এ নির্বাচন হতে যাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পাঠানো চিঠিতে আচরণবিধি তুলে ধরে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে (নির্বাচনি তফসিল ঘোষণার দিন হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত) কোন সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোন ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।
এ সময়ে নির্বাচনি এলাকায় কোন প্রার্থী সিটি করপোরেশন/পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোন সম্পত্তি তথা অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোন সুযোগ সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন ⤵
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা/কর্মচারীকে কোন অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।
কোনো প্রার্থী নির্বাচন-পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।
অনুদান, ত্রাণ বিতরণ না করারও নির্দেশনা রয়েছে ইসির। তবে ইতোপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত করা বা দেওয়া আবশ্যক হলে ইসির সম্মতি নিতে হবে।
এসব নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্টরা আচরণ বিধিমালার শাস্তির আওতায় আসবে বলেও সতর্ক করে দিয়ছে ইসি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বলা হয়েছে, নতুন করে কোনো প্রকার অনুদান ও ত্রাণ বিতরণ করা যাবে। তবে আগে থেকে পরিচালিত কাযক্রম চলমান থাকবে। জরুরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা জেলা প্রশাসক বিতরণ করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বলা হয়েছে, মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিপিবি), ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) নতুন কার্যক্রম নিতে পারবে না। তবে যেগুলো পরিচালিত হচ্ছে তা অব্যাহত থাকতে পারবে।
রেড ক্রিসেন্ট সোসাইটিকেও নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ স্থগিত রাখতে বলা হয়েছে।



