লন্ডনে তাহসিনা রুশদী লুনার সমর্থনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৩:১৯:৩৭ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: সাদিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী অনুসারী ইউকের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনার সমর্থনে এ সভার আয়োজন করা হয়।
মোং রুহেল আলীর সভাপতিত্বে এবং সৈয়দ আলমগীর আলী, শাহ মুর্শেদ ও জিয়াউল হক বেলালের যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিবির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জিয়াউল হক বেলাল।
সভায় বক্তব্য দেন সুন্দর আলী, বাবলা আহমদ লেবু, এস এম ওমর আলী, এম মনজুর হোসেন, বাবুল আহমদ, মাসুক আলী, সুমেল আহমদ, শামীম রহমান, সৈয়দ রিয়াদ, রুমান আহমদ, হুসাইন আহমদ রানু, আব্দুল হেলিম, আছদ আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে এমপি হিসেবে দেখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সভা শেষে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


