ধানমন্ডি-৩২ অভিমুখে ছাত্র-জনতা বুলডোজার নিয়ে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:১৬:৫৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি লক্ষ্য করে বুলডোজার নিয়ে একদল ছাত্র-জনতা অগ্রসর হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কলাবাগান রোডে একটি ট্রাকের ওপর বুলডোজারসহ প্রায় শতাধিক ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দিতে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ধানমন্ডি-৩২ অভিমুখে যাচ্ছিল।
ট্রাকে থাকা যুবক মারুফ সাংবাদিকদের বলেন, আমরা বুলডোজার নিয়ে ধানমন্ডি-৩২ এ যাচ্ছি। আমরা এই বুলডোজার দিয়ে হাসিনার বাড়ি ভাঙব। ভারতীয় আধিপত্যবাদের কোনো অস্তিত্ব আমরা রাখব না।
এর আগে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই বাড়ির সামনে জড়ো হয়ে আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকশ’ বিক্ষুব্ধ মানুষ ওই এলাকায় অবস্থান করছিলেন।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মিঠুন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, এরকম একটি ঘটনার কথা আমরা শুনেছি। ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির দিকে গেছে। আমাদের থানার সবগুলো পার্টি সেখানে রয়েছে। থানার ওসি, এসি, এডিসি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতেই এই হামলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ওই পোস্টে আরও দাবি করা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।



