২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘোষণা: লন্ডনের জনসভায় আবেগঘন বিদায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৫:৫৫ অপরাহ্ন
![]()
ফজলুল হক,লন্ডন প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক বিশাল জনসভায় তিনি নিজেই এ ঘোষণা দেন।
সভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঘোষণার পরপরই উপস্থিত জনতা দীর্ঘ করতালিতে সম্মতি ও আবেগ প্রকাশ করে।
তারেক রহমান বলেন, “আজকের দিনটি আমার জন্য দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। আজ ১৬ ডিসেম্বর—আমাদের মহান বিজয় দিবস। পাশাপাশি দীর্ঘ প্রায় ১৮ বছর আমি আপনাদের সঙ্গে ছিলাম। ইনশাআল্লাহ, আগামী ২৫ ডিসেম্বর আমি আমার দেশে ফিরে যাচ্ছি।”
দীর্ঘ প্রবাসজীবনে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটসহ সকল প্রবাসী বাংলাদেশির অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজেকে ‘অর্ধ-সিলেটি’ উল্লেখ করে তিনি আবেগঘন বক্তব্য দেন, যা উপস্থিতদের মধ্যে অনুভূতির সঞ্চার করে।ছ
শৃঙ্খলা বজায় রাখা ও দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তার বিদায়ের দিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানান তারেক রহমান। তিনি বলেন, বিশৃঙ্খলা এড়াতে ধৈর্য প্রদর্শনই হবে তার প্রতি প্রকৃত সম্মান।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে এবং আসন্ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এ প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, এম এ মালিক, কেন্দ্রীয় নেতা কয়ছর এম আহমেদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

