লন্ডনে মোগলাবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের নির্বাচনী প্রচারণা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১:২৩:১৪ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: বুধবার পূর্ব লন্ডনের গাও রেস্টুরেন্ট যুক্তরাজ্যে বসবাসরত মোগলাবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা ১৭ ডিসেম্বর বুধবার পূর্ব লন্ডনের আমার গাও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ এম এ মালেক।
শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাফিজ নোমান আহমদ। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা তৈয়ব আলী সাজু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ মুকিত, আবেদ রাজা, আশরাফ আলী, ফখরুল ইসলাম বাদল, মাওলানা সাদিকুর রহমান, আব্দুল হাই, আরিফ আহমদ, হাবিবুর রহমান রুবেল, ফাহাদ আহমেদ, আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার প্রবাসীরা স্বশরীরে এলাকায় উপস্থিত থেকে আলহাজ এম এ মালেককে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

