‘চ্যানেল এস’-র ২১ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২০:৩৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’ (Channel S) প্রতিষ্ঠার ২১ বছর পূর্তি এবং বাংলাদেশের মহান বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনের নিজস্ব স্টুডিওতে দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বিশেষ অনুষ্ঠান চলতে থাকে।
চ্যানেল এসের দীর্ঘ পথচলা এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট-এর ইউকে কমিটির পক্ষ থেকে চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আরও পড়ুন ⤵
এ সময় উপস্থিত ছিলেন ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান, পার্মানেন্ট ডোনার মেম্বার সাঈদুর রহমান রেনু জেপি, আলহাজ্ব মানিক মিয়া, অনুপম নিউজ টোয়েন্টিফোর’র সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, সাংবাদিক রহমত আলী, মতিউর রহমান খোকন, আংগুর আলী, আজিজুল আম্বিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ‘চ্যানেল এস’ স্টুডিওতে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত শুভানুধ্যায়ীরা দুই দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর হিসেবে ‘চ্যানেল এস’-র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানজুড়ে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং চ্যানেল এসের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।


