লন্ডনে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ‘প্রবাসীদের ২০২৫ বিজয় উৎসব’ উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:৫৮:৩৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের উদ্যোগে লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের প্রধান মঞ্চে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে ‘প্রবাসীদের ২০২৫ বিজয় উৎসব’।
বীর মুক্তিযোদ্ধা ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক রাষ্ট্রদূত গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, দেওয়ান গৌস সুলতান, ফজলুর রহমান খান, আবু মূসা হাসান, মাহমুদ হাসান এমবিই, হিমাংশু গোস্বামী, ইঞ্জিনিয়ার মেফতাহ ইসলাম, আলাউদ্দিন, ফেরদৌস খান, আফতাব উদ্দিন নাসির, ছাদ উদ্দিন, সাহিদুল ইসলামসহ প্রমুখ।
বিজয় দিবস ১৬ ডিসেম্বর ১৯৭১–এ অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালি সাংস্কৃতিক চেতনা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্বল্পসংখ্যক হলেও যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধারা আজও ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, বীরাঙ্গনাদের সম্মান ও লাখো সহযোদ্ধার রক্তে অর্জিত স্বাধীনতার মর্যাদা অটুট রাখতে প্রহরীর মতো সোচ্চার—সংগীত ও সংস্কৃতির মাধ্যমে তারা তুলে ধরেন মুক্তিযুদ্ধের চেতনা।
লন্ডনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাযহারের উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতির স্বাগত বক্তব্যে গিয়াস উদ্দিন মুক্তিযুদ্ধের আদর্শে প্রবাসী প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক কালচারাল সেক্রেটারি আবু হাসান মূসা।
আরও পড়ুন ⤵
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষক ও গবেষক প্রফেসর ডা. শাহেদোজ্জমানের স্মারক বক্তৃতা। তিনি তাঁর গবেষণাধর্মী আলোচনায় বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক অধিকার এবং রাষ্ট্রের মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্য উপস্থিত অতিথি ও দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
এরপর মুক্তিযুদ্ধভিত্তিক গান, নৃত্য ও কবিতা পরিবেশনের মাধ্যমে মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। সংগীত পরিবেশন করেন শেমল চৌধুরী, গৌরী চৌধুরী, প্রসূন, শ্রেয়সী, বিউটি শীল, অদিতি দে, শাহনাজ সুমী ও এলভা।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মনিরা পারভীন ও স্মৃতি আজাদ। বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে পুরো ব্রাডি আর্টস সেন্টার ছিল দর্শকে পরিপূর্ণ।

