কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:২১:২৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের অভিজাত রেস্টুরেন্ট ‘সাফরন লেইটন’-এর হলরুম যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েকশত প্রবাসী কানাইঘাটবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে আগত অতিথি ও সুধীজনেরা প্রবাসে বসবাসরত কানাইঘাটবাসীর পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রশীদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, জাহেদা হোসাইন, মোস্তফা জামাল, রফিকুজ্জামান ফারুক, খালিকুজ্জামান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কানাইঘাটের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মইন ইসলাম, বদরুল ইসলাম এবং শাহিনা ইয়াছমীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে ফ্যামিলি গ্যাদারিংয়ে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




