ফেঞ্চুগঞ্জ: সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪:০৬ অপরাহ্ন
সিলেট অফিস: ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে গিয়ে।
জানা যায়, সোমবার বিকালে ফেঞ্চুগঞ্জ বাজার এলাকা থেকে ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন ⤵
পরে রাত ৮টায় মাইজগাঁও বাজার এলাকা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান রুমানকেও গ্রেফতার করা হয়েছে।
তারা দু’জন বিস্ফোরক উপাদান, সন্ত্রাস বিরোধী আইনে আসামী বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।


