নিউহাম ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৩৩:০৭ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন লন্ডন প্রতিনিধি: ২০২৬ সালের স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নিউহাম ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর ইস্ট লন্ডনের দি রয়েল রেজেন্সি হলে বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে দলটি তাদের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন এমপি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইকবাল মোহাম্মদ এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর নূর বেগম, নিউহাম মেয়র প্রার্থী মেহমুদ মির্জা, ওলিউর রহমান, ওয়ালিদ রহমান, কাউন্সিলর সোফিয়া, জুবের আহমেদ, নজরুল ইসলামসহ আরও অনেকে।
আগামী ২০২৬ সালের ৭ মে অনুষ্ঠিতব্য স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউহাম ইন্ডিপেনডেন্টস পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে। প্রাণবন্ত উদ্বোধনী আয়োজনে স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের প্রতি জনসমর্থনের স্পষ্ট ইঙ্গিত দেয়।
আরো পড়ুন ➡️ ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনুকে ফেলথামে নাগরিক সংবর্ধনা (ভিডিও)
অনুষ্ঠানটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় দলটি নিউহামের একাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ডে তাদের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় তুলে ধরে। প্রার্থীরা এলাকার বৈচিত্র্যময় জনসংখ্যা ও স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ চাহিদার প্রতিনিধিত্ব করবেন বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সমর্থক, কমিউনিটি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি নিউহাম ইন্ডিপেনডেন্টস পার্টির প্রতি জনগণের দৃঢ় সমর্থনের প্রমাণ বহন করে। দলটি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক স্থানীয় নেতৃত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে নেতারা জানান।
দলের নেতা ও নিউহাম মেয়র প্রার্থী মেহমুদ মির্জা তার বক্তব্যে দলের প্রার্থীদের দক্ষতা ও অঙ্গীকারের প্রশংসা করেন এবং একে একে সকল প্রার্থীর পরিচয় তুলে ধরেন। এ সময় হলভর্তি সমর্থকরা করতালির মাধ্যমে তাদের উৎসাহ ও সমর্থন প্রকাশ করেন।
নিউহাম ইন্ডিপেনডেন্টস পার্টির নেতৃবৃন্দ বলেন, দলটি ন্যায্যতা নিশ্চিতকরণ, নতুন বাসাবাড়ি নির্মাণ এবং স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

