বিশ্ব মানবাধিকার দিবসে লন্ডনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫১:৩৬ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর বুধবার ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক মো. রহমত আলী। আলোচনা সভা পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি মো. আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সলিসিটর এম. ইয়াওর উদ্দিন। এছাড়া বক্তব্য দেন মো. ফারুক মিয়া, হাজী আবুল বাশার, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জাকির হোসেন, আজিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মানুষের মৌলিক অধিকার কোনও বিমূর্ত ধারণা নয়, বরং কথা বলা, শিক্ষা গ্রহণ, সম্মানের সঙ্গে কাজ করা এবং বৈষম্যমুক্তভাবে বসবাসের মতো মৌলিক স্বাধীনতাই মানবাধিকারের মূল ভিত্তি।
তারা আরও বলেন, মানবাধিকার ও সমতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে প্রত্যেক মানুষ মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও বৈষম্যহীন পরিবেশে জীবনযাপন করতে পারে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করতে মানবাধিকার-নির্ভর দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি বলে বক্তারা মন্তব্য করেন।
