হাউন্সলো ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনুকে ফেলথামে নাগরিক সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭:১৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: গত রবিবার ওয়েস্ট লন্ডনের ফেলথামের একটি স্থানীয় রেস্তোরাঁয় বাংলাদেশি কমিউনিটি ইন ফেলথাম-এর উদ্যোগে হাউন্সলো বরোর ডেপুটি মেয়র কাউন্সিলর মুজিবুর রহমান (জুনু মিয়া)-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শাহিদ শহিদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন আবদুর রাজ্জাক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুশন আলী।
আরও পড়ুন ⤵
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ছামিরা চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন আকিল বিশ্বাস, আব্দুল রব, খন্দকার আবদুর রহমান, হেলাল উদ্দিন, আব্দুল মুমিন, শেখ ইয়াওর, নাজিম চৌধুরী, ওয়াহিদ মিয়া, রোশন আলী, আব্দুল হাই, কবির আহমেদ বদরুল, এখলাসুর রহমান, জোবের আহমেদ, মেহেরুল ইসলাম, নিজাম রহমান, শাহ মোহাম্মদ ইব্রাহিম, মিরন মিয়া, জুবায়ের আহমেদ এবং রাজিব আহসানসহ অনেকে।
বক্তারা বলেন, কাউন্সিলর মুজিবুর রহমান জুনু একজন সৎ, উদার ও হাস্যোজ্জ্বল মানুষ। কমিউনিটির প্রতি তাঁর অবদান অনন্য। বক্তারা ভবিষ্যতে তাঁকে আরো উচ্চ দায়িত্বে দেখতে চান।

