জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭:৩৮ অপরাহ্ন
সিলেট অফিস: জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরি পরিষদের সভা ৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি, কবি ও ছড়াকার আবুল কালাম আজাদ ছুটন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন এর পরিচালনায় সভায় বক্তারা নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও নতুন কমিটি নানা চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করবে। সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারসহ দক্ষ জনশক্তি দিয়ে গঠিত বর্তমান কমিটি বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
সভায় জানানো হয়, আগামী মার্চ মাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার শামীম আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, ভাইস প্রেসিডেন্ট ড. মোদাব্বের হোসেন, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর রিতা বেগম, ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ জিলান, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, চৌধুরী নিয়াজ মাহমুদ নিক্সন, প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, প্রতিষ্ঠাতা প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ড. রফিকুল হায়দার, অলি উদ্দিন শামিম, আব্দুল করিম, শেখ ফারুক, শেখ শামিম, নজরুল ইসলাম, হিফজুর রহমান, আব্দুর রহমান অলি, আবু সাদাত মোহাম্মদ সুহেল, মোহাম্মদ আব্দুস সোবহান।
আরো উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, মিসবাহ উদ্দিন রফি, ফয়জুল বাসার, আতাউর রহমান, জিয়াউর রহমান (জিয়া) জুবায়ের আহমেদ, আসাদুজ্জামান আহমেদ, শহিদুল ইসলাম মামুন, দুলাল উদ্দিন রায়ান, হাবিবুর রহমান ময়না, আবুল হাসনাত আজাদ সোহান, মিছবাহ উদ্দিন রোপ, শেখ শামীম আহমদ, হিফজুর রহমান চৌধুরী, তারেক উদ্দিন, আব্দুল সুফান, ইকবাল খান, ময়নুল ইসলাম সুহাগ, দিলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, তইয়ব আলি (সাজু) এম আলি আহমেদ, সরিফুল ইসলাম, এম শাহজাহান, মুহিবুর রহমান, মোহাম্মদ শামিম আহমেদ, সাইদা নাসিমা বেগম, গোলাম রব্বানী, আজহার আহমেদ ওয়াসিম, শাহিনুর রহমানসহ আরও অনেকে।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মনসুর আহমেদ শাওন। রাতের খাবারের মাধ্যমে সভা সমাপ্তি হয়।


