বৃটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজার-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫:২৫ অপরাহ্ন
সজিব আহমেদ: বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় লুটন শহরে ইউনিটি অব মৌলভীবাজার-এর নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও রাসেল খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক এম এ মান্নান নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই, অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম, কবি কাজল রশিদ, ইব্রাহিম তালুকদারসহ অন্যান্য উপদেষ্টা ও প্রবীণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক, প্রাক্তন সভাপতি সৈয়দ শামীম ইসলাম, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান খান কমরু, প্রাক্তন সেক্রেটারি শফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান এবং সংগঠনের বর্তমান কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যরা।
সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়, তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ। পরিশেষে মাহফুজ আহমেদ দোয়া পরিচালনা করেন। দোয়ায় সংগঠনের প্রয়াত উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুরের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠিত র্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার অর্জন করেন লুটনের মো. ইকবাল হোসেন, দ্বিতীয় পুরস্কার লন্ডনের শামীম চৌধুরী এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হন মাইনুল হোসেন বেলাল। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।
আরও পড়ুন ⤵
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৌলভীবাজারের মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও উন্নয়নে জেলাটি পিছিয়ে। তারা মিরপুর–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চার লেনে উন্নীত করা, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু এবং জেলার সার্বিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, জেলার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। ঢাকাগামী বাসযাত্রায় তীব্র যানজট তৈরি হচ্ছে, কখনও ৫ ঘণ্টার পথ পাড়ি দিতে ১৫–১৬ ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছে। ফলে ট্রেন ভ্রমণের চাপ বেড়েছে; কিন্তু টিকিট কালোবাজারির কারণে ট্রেনের টিকিট এখন সোনার হরিণে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ইউনিটি অব মৌলভীবাজার-এর বিগত দিনের কর্মকাণ্ড প্রদর্শন করা হলে উপস্থিত সবাই তা প্রশংসা করেন এবং আগামীতেও জেলার উন্নয়ন ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে রমজান প্রজেক্টের খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতার ঘোষণা দেন অনেকে।
আরও পড়ুন ⤵
ঐক্যের সুতায় বাঁধা প্রবাসী মৌলভীবাজারবাসীর এই মিলনমেলা নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানকে পরিণত করে এক স্মরণীয় দিনে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐক্য ও দায়িত্ববোধ ধরে রেখে কমিউনিটির কল্যাণে তারা কাজ করে যাবেন।

