৭৭তম বিশ্ব মানবাধিকার দিবসে মনসুর আহমদ লস্করকে সম্মাননা স্মারক প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৪:১৮:২৯ অপরাহ্ন
সিলেট অফিস: ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর সিলেটের নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগরের সভাপতি আলহাজ্জ মনসুর আহমদ লস্করকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলহাজ্জ মনসুর আহমদ লস্কর সিলেট উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান এবং একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাজ ও শিক্ষাক্ষেত্রে তার অনবদ্য অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
তার অবদানের স্বীকৃতি হিসেবে প্রদত্ত এই সম্মাননা গ্রহণের সময় উপস্থিত সকলেই তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


