লন্ডনে মানিকগঞ্জ সমিতি ইউকের আংশিক কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭:৪১ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: ৭ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে মানিকগঞ্জ সমিতি ইউকের সভা ৭ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়।
ডা. ফিরোজা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খন্দকার সাহাদত হোসেন, উপদেষ্টা মতিয়ার রহমান, উপদেষ্টা ব্যারিস্টার শহিদুল ইসলাম খোশনবিস সহ লন্ডনস্থ আর কে মোটরসের
আরও পড়ুন ⤵
স্বত্বাধিকারী খন্দকার সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মো. টিপু খান, খন্দকার কাউছার জাহান তাসমিনা, শিল্পী শামছুননাহার, হানিফ মো. মুকুল, খন্দকার সাইফুল ইসলাম, মাহবুব উদ্দিন ভূইয়া ও মাহবুবুর রহমান খান।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং সভাপতি ডা: ফিরোজা ভুইয়া কনা জুরি বোর্ডের মাধ্যমে উপদেষ্টা খন্দকার সাহাদত হোসেনের নেতৃত্বে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মাহবুব উদ্দিন ভূইয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান খান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হানিফ মো. মুকুল ও খন্দকার কাউছার জাহান তাসমিনা। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মীর মুরাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ফাতেমা নাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী শামসুন্নাহার, কোষাধ্যক্ষ খন্দকার সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক খন্দকার সুমন মিয়া।
পরিশেষে সভাপতি ডা. ফিরোজা ভুইয়া কনা সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


