ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে ‘করার কিছু নেই’: পররাষ্ট্র উপদেষ্টা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:০০:৫৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কী, এক সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমরা কী করতে পারি, বলেন তো?
এক্ষেত্রে ঢাকার কী করণীয়, এমন প্রশ্নে তিনি বলেন, করণীয় তেমন কিছু আসলে নেই। কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে।
আরও পড়ুন ⤵
ভারত রাজি না হলে আর করার কিছু নেই?’, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজি না হলে আসলে তো করার কিছু নাই। আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি।
ভারতে রাজি করানোর চেষ্টার বিষয়ে আরেক প্রশ্নে তিনি বলেন, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু করতে পারি না।
উল্লেখ্য, দিল্লি অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।



