জামায়াতসহ ৮ দলের ‘এক বাক্সে ইসলামি দলের ভোট’ পলিসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৩:৫৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় পেতে বহুমুখী তৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। নির্বাচন নিয়ে বিভিন্ন কৌশল নির্ধারণ ও প্রার্থী চূড়ান্তকরণে দফায় দফায় বৈঠক করছেন আট দলের লিয়াজোঁ কমিটির নেতারা।
এরই মধ্যে একক প্রার্থী ঘোষণার লক্ষ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে দলগুলো। প্রথমে জামায়াতে ইসলামী সমমনা অন্যান্য দলের প্রতিনিধির সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে। পর্যায়ক্রমে অন্য দলের সঙ্গে আলোচনা শেষে সব দল নিয়ে একসঙ্গে বসে আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা হবে। কোন দলের কী চাওয়া, সে বিষয়ে জানছে জামায়াত। মুখ্য উদ্দেশ্য—‘ওয়ানবক্স পলিসি’ তথা একটি বাক্সে ইসলামী দলের সব ভোট দেওয়া এবং আট দল মনোনীত প্রার্থীকে সর্বাত্মকভাবে বিজয়ী করা।
গতকাল মঙ্গলবার থেকে আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। শিগগির প্রতিটি আসনের বিপরীতে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে আসন্ন নির্বাচনে জামায়াতসহ কোনো দলেরই নারী সংসদ সদস্য প্রার্থী নেই। এদিকে শতাধিক আসনে সমমনা দলগুলো আসনের চাহিদার কথা জামায়াতে ইসলামীর কাছে প্রস্তাব দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার মধ্যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে কমপক্ষে ৭০টি আসন চাইবে বলে জানা গেছে।
আরও পড়ুন ⤵
গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপৎভাবে আন্দোলন শুরু করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। জামায়াত ছাড়াও অন্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। এসব দলের দাবিগুলো হচ্ছে—অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবিতে এরই মধ্যে কয়েক দফায় কর্মসূচি পালন করেছে দলগুলো। সর্বশেষ নভেম্বরে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে তারা। এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো।



