যুক্তরাজ্য উদীচীর বিজয় দিবস ও ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬:০২ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: মহান বিজয় দিবস ও যুক্তরাজ্য উদীচীর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনে উদীচীর কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আয়েসা আহসান অর্পার সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সদস্য, অতিথি, অভিভাবক ও শিশু-কিশোর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তরফদার।
আরও পড়ুন ⤵
দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে উদীচী স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে নৃত্য, গান ও আবৃত্তি, যার পরিচালনায় ছিলেন শিল্পী হিরা কাঞ্চন হিরক এবং পপি কর। দ্বিতীয় পর্বে উদীচী শিল্পী গোষ্ঠী পরিবেশন করে মুক্তিযুদ্ধভিত্তিক গান, নৃত্য ও কবিতা। গণসংগীত পরিবেশনার নেতৃত্ব দেন ড. শ্যামল চৌধুরী। অংশগ্রহণ করেন শিল্পী হিরক, আজিজা সুমি, লাকি, ফামিয়া খান, পপি কর, রোমা জাফর, সেলিনা চৌধুরী ও শওকত জাহান শিবলী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরমান, শর্মিষ্ঠা, সুপ্রভা, মাকসুরা, আতিয়া, মনি ও রুহি। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য মিলনমেলায় রূপ নেয়।


