সারা করিম জাতীয় পতাকা মহাকাশে নিয়ে যাওয়া প্রথম বাংলাদেশি হবেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:০৪:০০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি মহাকাশ–উৎসাহী সারা করিমকে টাইটান্স স্পেস ইন্ডাস্ট্রিজ তাদের ২০২৬–২০৩০ কর্মসূচির জন্য অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট (ASCAN) হিসেবে নির্বাচিত করেছে।
ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, মহাকাশচারী হওয়ার যাত্রা তিনি শুরু করছেন এবং আশা করছেন বাংলাদেশের জাতীয় পতাকা মহাকাশে নিয়ে যাওয়া প্রথম বাংলাদেশি হবেন।
সারাহ নয় বছর বয়স থেকেই মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছেন। এবার তার সে স্বপ্নই বাস্তব হতে চলেছে। শিশুমনের সে বিশাল স্বপ্নের কথা মনে করে আবেগাপ্লুত সারা বলেন, ‘নয় বছরের ছোট্ট একটি মেয়ে যা কল্পনাও করতে পারে না তার চেয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল। বাবার সঙ্গে এই মেয়েটি মহাকাশচারী প্রথম নারী সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে দেখছিল। সে বিস্ময় তার ভেতরে এমন কিছুর জন্ম দিয়েছিল, যা আর কখনও ছেড়ে যায়নি। এখন সে স্বপ্নই বাস্তবে রূপ নিতে শুরু করেছে।’
সারাহ জানান, ২০২৬ সালে তিনি মহাকাশচারী হওয়ার প্রশিক্ষণ শুরু করবেন এবং ২০২৯ কিংবা ২০৩০ সালে পৃথিবীর ৩০০ কিলোমিটার উপরে টাইটানস জেনেসিস মহাকাশযানে একটি ঐতিহাসিক কক্ষপথ অভিযানের প্রস্তুতি নেবেন। ওই অভিযানের নেতৃত্ব দেবেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী বিল ম্যাকআর্থার।
আরও পড়ুন ⤵
তিনি এই অর্জনটি সব স্বপ্নবান বাংলাদেশি মেয়েদের উদ্দেশে উৎসর্গ করেছেন এবং তাঁর পরিবার, সমর্থক এবং টাইটান্স স্পেস ইন্ডাস্ট্রিজকে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ একটি বেসরকারি মহাকাশ সংস্থা, যারা মহাকাশে বাণিজ্যিক পরিবহন ও কক্ষপথভিত্তিক অবকাঠামো উন্নয়নের কাজ করছে।
প্রতিষ্ঠানটি বিলাসবহুল মহাকাশ পর্যটন, চন্দ্র অভিযাত্রা এবং মহাকাশে বাণিজ্যিক ভ্রমণ ও সরকারি খাতকে সেবা দেওয়ার লক্ষ্যে পুনঃব্যবহারযোগ্য এবং একধাপেই কক্ষপথে পৌঁছাতে সক্ষম স্পেসপ্লেন ও মহাকাশ স্টেশন তৈরি করছে।



