খেলাফত মজলিস লুটন শাখা পুনর্গঠন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ২:১২:২২ অপরাহ্ন
সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহান, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ
লন্ডন অফিস: খেলাফত মজলিস লুটন (ইউকে) শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশন গত ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। রাত ৮ টায় স্থানীয় একটি হলরুমে শাখা সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলনা আহমদ হোসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য South শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন যুক্তরাজ্য South শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক ও South শাখার সেক্রেটারি মাওলানা আবদুল করীম।
উপস্থিত শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ নতুন সেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন মুফতি মাসরুর আহমদ বুরহান ও সাধারণ সম্পাদক পদে মাওলানা মুহাম্মদ উবায়দুল্লাহ। এরপর নেতৃবৃন্দের সামনে সকলের পরামর্শক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য লুটন শাখার পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন ⤵
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্থরের মানুষের নিকট খিলাফত মজলিসের দাওয়াত পৌছে দিতে হবে, এবং প্রত্যেক দায়িত্বশীলদেরকে ইসলামি আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে ভূমিকা পালন করতে হবে। তিনি শাখার সাংগঠনিক কাজকে আরো বেগবান করার প্রতি সকল দায়ীত্বশিলদেরকে তাগিদ দেন।
শুরা পরবর্তী দায়িত্বশীলদেরকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভার বিশেষ অতিথি হাফিজ মাওলানা এনামুল হক ও সভার বিশেষ মেহমান মাওলানা আব্দুল কারিম।
পরিশেষে প্রধান অতিথি মওলানা সাদিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


