ভারতে পুতিন: প্রটোকল ভেঙে বিমানবন্দরে মোদি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৪:১২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে পৌঁছেছেন। প্রায় চার বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রুশ নেতার এটিই প্রথম ভারত সফর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ‘পুরোনো বন্ধু’ পুতিনকে স্বাগত জানাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে বিমানবন্দরে যান।
বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে মোদির উপস্থিতি একটি বিরল পদক্ষেপ। কারণ সফররত বিদেশি নেতাদের সাধারণত সিনিয়র ভারতীয় মন্ত্রীরা অভ্যর্থনা জানান।
এরপর পুতিন বিমান থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, নিজের গাড়িতেই পুতিনকে সঙ্গে নিয়ে রওনা দেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে।
আরও পড়ুন ⤵
এই প্রটোকল ভাঙা ও গাড়ি-কূটনীতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষকরা।
রয়টার্স জানিয়েছে, পুতিনের দুই দিনের এই সফরে জ্যেষ্ঠ মন্ত্রী এবং একটি বিশাল রাশিয়ান ব্যবসায়িক প্রতিনিধিদল রয়েছেন। মস্কো এবং নয়াদিল্লি জ্বালানি ও প্রতিরক্ষার বাইরেও তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করছেন।
বৃহস্পতিবার মোদি পুতিনের সঙ্গে একান্ত নৈশভোজ করবেন এবং শুক্রবার দুই নেতা শীর্ষ বৈঠক করবেন।
অতি সম্প্রতি মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে একইভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে এসেছিলেন, তখন তাকে স্বাগত জানাতে মোদি বিমানবন্দরে গিয়েছিলেন।



