রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩৬:৪৪ অপরাহ্ন
লন্ডন অফিস: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী কমিটির সভা রোববার, ৩০ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় ইলফোর্ডের একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক কমিউনিটি কর্মকাণ্ড পর্যালোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার আহবাব হোসেন চৌধুরী।
সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, মিসবাহ জামাল, মাকসুদ আহমেদ, নিয়াজ চৌধুরী, শাহীন আহমেদ, মোহাম্মদ আবু তারেক চৌধুরী, জয়নুল চৌধুরী, আবু সোহেল, ড. সৈয়দ মাশুক আহমেদ, কামরুল ইসলাম দেলোয়ার, কাউন্সিলর সৈয়দা চৌধুরী বসিত, এনিল চৌধুরী, হেলাল চৌধুরী, মোহাম্মদ সুমন চৌধুরী, অধ্যাপক শহীদুল ইসলাম মিনূ এবং ট্রাস্টের আরও সদস্যরা।
আরও পড়ুন ⤵
সভায় আগস্ট মাসে ব্রাইটনে অনুষ্ঠিত সফল গ্রীষ্মকালীন ভ্রমণ এবং ইভেন্টটির কমিউনিটি বন্ধনে ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়। সদস্যরা ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচি নিয়েও মতবিনিময় করেন। সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট নিষ্ঠা ও ঐক্যের সাথে কমিউনিটির সেবা করে চলেছে এবং সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে যে একসঙ্গে অনেক কিছু অর্জন করা সম্ভব। তিনি এই অগ্রগতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আগামী দিনের জন্য কয়েকটি বড় উদ্যোগ গ্রহণ করা হয়, যার মধ্যে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন, বার্ষিক ঈদ পুনর্মিলনী এবং শিক্ষার্থী পুরস্কার অনুষ্ঠান উল্লেখযোগ্য। পর্যবেক্ষক কাউন্সিলার আহবাব হুসেন চৌধুরী বলেন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সাংস্কৃতিক, শিক্ষাগত ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে এবং কমিউনিটিতে তাদের ইতিবাচক ভূমিকা প্রশংসনীয়। সভা শেষে সভাপতি অহিদ উদ্দিন সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য এবং কমিউনিটির সেবায় অব্যাহত প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান।



