ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৬৩১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৭:৩৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৫০০ জন।
বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত হানে, যা প্রায় ১৪ লাখ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা।
ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়ও বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চল। সেখানে হাজার হাজার মানুষ এখনো বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।
সরকার জরুরি সহায়তা, খাদ্য সরবরাহ, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সামরিক বাহিনীসহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।




